ঠাকুরগাঁওয়ে হালচাষ দেখতে গিয়ে প্রাণ গেল শিশুর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

ঘটনাস্থলেই মারা যায় নুরনবী/ছবি: বার্তা২৪.কম

ঘটনাস্থলেই মারা যায় নুরনবী/ছবি: বার্তা২৪.কম

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের জমিতে ট্রাক্টর দ্বারা হালচাষ দেখতে গিয়ে ওই হালের ফালে কাটা পড়ে নুরনবী নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধনতলা ইউনিয়নে কাচনপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম।

বিজ্ঞাপন

মৃত শিশু নুরবনী ওই এলাকার রাসেল আলীর ছেলে।

জমির মালিক মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় একই এলাকার মফিজ উদ্দীনের ছেলে ট্রাক্টর চালক লাল মোহাম্মদ আমার জমিতে হালচাষ করছিলেন। জমির একপাশে দাঁড়িয়ে শিশু নুরনবী তা দেখছিল। জমির কোনায় হালচাষের জন্য ট্রাক্টরের হালের ফাল তুলে পিছনে না দেখেই শিশুটিকে চাপা দিলে কাটা পড়ে নুরনবী। এতে ঘটনাস্থলেই পেট ও মাথা কাটা পড়ে নুরনবী মারা যায়।

বিজ্ঞাপন

বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম বার্তা২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক ট্রাক্টর ফেলে রেখে পলাতক রয়েছে।