নদী থেকে বালু উত্তোলন, হুমকির মুখে বসতবাড়ি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। ছবি: বার্তা২৪.কম

মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালি নদী থেকে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা।

অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তীরবর্তী এলাকার লোকজন আসন্ন বর্ষা মৌসুমে তাদের ফসলি জমি ও বাড়িঘর নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দমদমা এলাকার কালি নদীর পাড় থেকে মিনি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে নিচু এলাকা ভরাট করা হচ্ছে। পার্শ্ববর্তী কুঠিপাড়া এলাকার সাব্বির ওরফে সাবু নামের এক ব্যক্তি টাকার বিনিময়ে নদীর পার্শ্ববর্তী নিচু জমি বা পুকুর ভরাটের কাজ করেন।

এর আগে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হলেও ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ হয়নি।

বিজ্ঞাপন

নদীর তীরবর্তীতে বসবাসকারী আব্দুল জব্বার বলেন, ‘কালি নদী থেকে যদি এভাবে বালু উত্তোলন করা হয়, তাহলে নদী ভাঙন বৃদ্ধি পাবে। তখন আমরা কী করব?’

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। অবৈধভাবে বালি উত্তোলন করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’