রুটি-বিস্কুটে রাসায়নিক উপাদান, নারীকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

নাটোর জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

নাটোর জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

রুটি-বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদনে রাসায়নিক উপাদান ব্যবহারের অভিযোগে নাটোরের লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামে তানিয়া পারভিন (২৮) নামের এক নারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চন্ডিগাছা গ্রামে তানিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে র‍্যাব-৫।

বিজ্ঞাপন

অভিযান শেষে অস্বাস্থ্যকর পরিবেশে নিজ বাড়িতে রাসায়নিক উপাদানযুক্ত রুটি, কেক, বিস্কুটসহ বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে জরিমানা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি।

বিজ্ঞাপন