বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কাহালু রেলস্টেশনের অদূরে বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম (৫২) ও তার ছেলে রাজ বাবু (২৭)।

জানা গেছে, ফেলানী বেগম রেলস্টেশনের অদূরে বটতলায় রেললাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রি করেন। সোমবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে পৌঁছায়। ওই সময় রাজ বাবু আত্মহত্যার উদ্দেশে ট্রেনের নিচে ঝাঁপ দেন। তখন ফেলানী বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। তবে এ ঘটনায় দুইজনই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

বিজ্ঞাপন

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, দুইজনের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।