তিন দিনেই হাওরপাড়ের ২০০ ছায়াবৃক্ষ কর্তন!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর-চিকশা অংশ/ ছবি: বার্তা২৪.কম

সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর-চিকশা অংশ/ ছবি: বার্তা২৪.কম

হাওরপাড়ের সড়ক থেকে প্রায় ২০০ ছায়াবৃক্ষ কেটে ফেলল দুর্বৃত্তরা। জেলার বৃহত্তম শনির হাওরের কূল ঘেঁষে যাওয়া সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর-চিকশা অংশে গত প্রায় ২০ বছরে এই ছায়াবৃক্ষগুলো বেড়ে ওঠেছিল। গত ৩ দিনে এগুলো কেটে সাফ করা হলো। তবে গাছগুলো রক্ষায় এগিয়ে আসেনি কেউই! এমনকি সংশ্লিষ্টরাও এর দায় নিচ্ছেন না।

সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর থেকে চিকশা অংশে প্রশস্তকরণ কাজ চলছে। প্রশস্তকরণের সুবিধার্থে অল্প কয়েকটি গাছ কাটার জন্য চিহ্নিত করেছিল সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ও স্থানীয় বনবিভাগ। কিন্তু গত বৃহস্পতি, শুক্র ও শনিবার দিনে রাতে সড়কের পাশে থাকা সবগুলো গাছই কেটে নেওয়া হলো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে খোঁজ নিয়ে জানা যায়, গাছ কাটছে দুই ব্যক্তি। কিন্তু সড়কে থাকা অন্যান্য শ্রমিকদের জিজ্ঞেস করেও ওই বৃক্ষ কর্তনকারীদের পরিচয় পাওয়া গেল না। ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনের সাইড ম্যানেজার আব্দুল ওয়াহিদের বাড়ি আনোয়ারপুর-চিকশা সড়কের পাশের বালিজুরি গ্রামে।

এতোগুলো বৃক্ষ কেটে নেওয়া হলো, আপনারা কাউকে জানালেন না, বাধাও দিলেন না, এমন প্রশ্নের জবাবে আব্দুল ওয়াহিদ বলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার দিনে-রাতে ওই গাছগুলো কাটা হয়েছে। ওই সময় সড়কের কাজ বন্ধ ছিল। আনোয়ারপুর গ্রামের রাজনীতিবিদ মিলন কান্তি দাস ও বাবুল মিয়া বিষয়টি ফোনে জানিয়েছিলেন। আমি পরে সড়ক বিভাগের প্রকৌশলী ওসমান মিয়াকে জানিয়েছি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহিদ জানিয়েছেন, এই সড়কে শ্রমিক হিসাবে যারা কাজ করছে, এদের মধ্যে হোসেনপুর ও দক্ষিণকুলের কিছু শ্রমিক গাছ কেটে নিয়েছে।

চিকশা গ্রামের ইউপি সদস্য বাচ্চু মিয়া জানান, ২০০১ সালে সড়ক হবার পরপরই এই গাছগুলো লাগানো হয়েছিল। কিছু গাছ মরে গেছে। যে গাছগুলো সড়কে ছিল, তা পথচারীদের ছায়া দিতো। শনির হাওরের তীর ঘেঁষা সড়কে থাকা গাছগুলো অনেক উপকারে আসতো। প্রখর রোদে এই গাছগুলো ছাড়া ছায়া দেবার কিছুই নেই।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু বললেন, এমন নিষ্ঠুর কাজ যারা করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন, শনির হাওরের পাড়ে যেখানে এই ছায়াবৃক্ষ ছিল, ওই এলাকায় কোন বাড়িঘরও নেই। পথচারী কিংবা হাওরের প্রাণিকূলের জন্য এগুলো থাকা জরুরি ছিল।

সড়ক ও জনপথ বিভাগের ওই সড়কের দেখভালকারী প্রকৌশলী ওসমান মিয়া বলেন, সড়ক প্রশস্তকরণের জন্য এই গাছগুলো কাটার প্রয়োজন নেই। নিষ্ঠুরতা দেখে আমি নিজেও অবাক হয়েছি। বন কর্মকর্তাকে আমাদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

বনবিভাগের তাহিরপুর বনবিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায়ের কাছে এই বিষয়ে জানতে চাইলে বলেন, গাছগুলো বনবিভাগের লাগানো নয়। তবে সরকারি সড়কের সকল গাছের মালিকই সরকার। সড়কে কাজ করার সময় কয়েকটি গাছ কাটার জন্য বলা হয়েছিল। আমরা সেগুলো চিহ্নিত করেছিলাম। অন্য গাছ কারা কাটলো জানি না। সড়কের উন্নয়ন কাজ যারা করছে, তাদেরও দায়িত্ব ছিল গাছগুলো দেখে রাখার।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বীজেন ব্যানার্জী বললেন, এভাবে এতগুলো গাছ কাটা কোনোভাবেই ঠিক হয়নি। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। সদুত্তর পাওয়া যায় নি। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, আনোয়ারপুর-চিকশা সড়কে অনেকগুলো গাছ কোনো কারণ ছাড়াই কাটা হয়েছে শুনে পুলিশ পাঠিয়েছি আমরা। ওখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এই বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ দেননি।