কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুজনের যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় মো. শিপন (২৯) ও রফিকুল আলম (৩৮) নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে কুষ্টিয়ার স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামি মো. শিপন ও রফিকুল আলম কুষ্টিয়া সদর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৭ আগস্ট শিবপুর গ্রামে কলেজছাত্র সাগর সাহা হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ৮ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।

বিজ্ঞাপন

ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শিপনকে ঢাকা থেকে আটক করে র‌্যাব-১২ এর সদস্যরা। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রফিকুল আলমকে আটক করা হয়। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, এই হত্যাকাণ্ডের ঘটনায় আরও ৪ থেকে ৫ জন জড়িত ছিলেন। এতে অস্ত্রও ব্যবহার করা হয়েছে। ২০১৭ সালের ৭ অক্টোবর শিপন ও রফিকুলের দেওয়া তথ্যমতে, র‌্যাব শিবপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪টি গুলি উদ্ধার করে। ৮ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।

থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) তাপস সরকার মামলাটি তদন্ত করে মাত্র ২৩ দিনে শিপন ও রফিকুলের বিরুদ্ধে ১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন।