বাল্যবিয়ে করায় গ্রাম পুলিশের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিয়ে করার অপরাধে গ্রাম পুলিশ বর ও কনের বাবাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত বর উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ এলাকার বিষু প্রামাণিকের ছেলে শিমুল হোসেন। তিনি গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেন। কনের বাবা বাহিরচর ইউনিয়নের মন্টু সরদারের ছেলে সাহাবুল ইসলাম।

ইউএনও সোহেল মারুফ জানান, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের দশম শ্রেণির ছাত্রী সোনিয়াকে বিয়ে করার অপরাধে গ্রাম পুলিশ শিমুল হোসেনকে ৯ মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া বাল্যবিয়েতে সহযোগিতা করার অপরাধে মেয়ের বাবা সাহাবুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে কনের চাচা মজিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত শুক্রবার ঘটনাস্থলে এসে বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। পরবর্তীতে গোপনে এই বিয়ে সম্পন্ন হয়। এ ব্যাপারে গ্রাম পুলিশ অভিযুক্ত শিমুল হোসেনকে বরখাস্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।