পরীক্ষার হলে স্মার্টফোন, তিন হল পরিদর্শককে অব্যাহতি
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় চলমান এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় তিন শিক্ষার্থীর কাছে তিনটি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে। এ সময় কর্তব্যের অবহেলার অভিযোগে ওই হলের তিনজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এরা হলেন- সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন বিশ্বাস, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃনাল কান্তিদাস ও হাজী শামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১, ১০ ও ১৭ নং কক্ষে কয়েকজন পরীক্ষার্থী স্মার্টফোন সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম পরীক্ষা চলাকালীন হল পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীদের নিকট থেকে স্মার্ট ফোনগুলো জব্দ করেন।
পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন জানান, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পরীক্ষা হলের তিনজন কক্ষ পরিদর্শককে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।