পঞ্চগড়ে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া বিরল প্রজাতির ময়ূর

উদ্ধার হওয়া বিরল প্রজাতির ময়ূর

পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট এলাকায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে চাকলারহাট খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার পুকুর থেকে ময়ূরটিকে উদ্ধার করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদ্রাসার পুকুর পাড়ে একটি কুকুর ময়ূরটিকে তাড়া করলে এলাকার লোকজন দেখতে পেয়ে দৌড়ে গিয়ে কুকুরের কবল থেকে ময়ূরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।

ময়ূর পাখিটি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেটিকে দেখতে মানুষের ঢল নামে। পরে পঞ্চগড় বন বিভাগকে খবর দিয়ে তাদের কাছে ময়ূরটিকে হস্তান্তর করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বার্তা২৪.কমকে বলেন, খবর পেয়ে সুস্থ অবস্থায় ময়ূর পাখিটিকে উদ্ধার করা হয়েছে। পাখিটি সংরক্ষণের জন্য দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে।