এসএসসির ভুয়া প্রশ্নপত্র প্রতারণা, গ্রেফতার ৫
নরসিংদীর বেলাবো থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রদান ও রেজাল্ট পরিবর্তনের নামে প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলাবো উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হাসান জানান, ‘গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভুয়া প্রশ্নপত্র প্রদান ও রেজাল্ট পরিবর্তনের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। তারা সবাই বেলাবো থানা এলাকার বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তারা চলমান এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের জন্য ভুয়া ফেসবুক আইডি খুলে। সেসব আইডিতে চলমান এসএসসি পরীক্ষার সকল বোর্ডের বিভিন্ন বিভাগের প্রশ্ন প্রদানের বিজ্ঞাপন দিয়ে পোস্ট দেয়। এতে করে অনেক এসএসসি পরীক্ষার্থী প্রলুব্ধ হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন পাওয়ার আশায় বিকাশে টাকা দেয়। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইলে এ সংক্রান্ত প্রতারণার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধ বেলাবো থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।