হিলিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে কথিত বন্দুকযুদ্ধে কহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি কহিদুল ইসলাম ডাকাত দলের সর্দার। বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় হাকিমপুর উপজেলার (হিলি) কাশিয়াডাঙ্গা গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।
নিহত কহিদুল উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় পাইপগান, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গায় শুক্রবার রাত ৩টায় ডাকাতি হবে এমন গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান পরিচালনা করে পুলিশ।
ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এ সময় হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হন। গুলি বিনিময়ের এক পর্যায়ে ডাকাত সর্দার কহিদুল ইসলাম (৪০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং অপর ডাকাতরা পালিয়ে যান।
নিহত কহিদুল ইসলামের বিরুদ্ধে হাকিমপুর থানায় ডাকাতির ১৯টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ১১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে বলে জানান ওসি আব্দুর রাজ্জাক।