পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়, ছবি: বার্তা২৪.কম

কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়, ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড়ে গেল কয়েক দিন পর আবারো জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা অনেক বেশি। ফলে জেলার পাঁচ উপজেলার সাধারণ ও খেটে খাওয়া মানুষরা চরম ভোগান্তিতে পড়েছে। গত ৪ দিন ধরে এ জেলায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। এছাড়া গত ৪ দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দিন দিন শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আরও এক-দুইদিন শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন