লোকসংগীতের বই ‘জয় গীতিকা’র মোড়ক উন্মোচন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

লোকসংগীতের বই ‘জয় গীতিকা’র মোড়ক উন্মোচন

লোকসংগীতের বই ‘জয় গীতিকা’র মোড়ক উন্মোচন

অমর একুশে গ্রন্থমেলা-২০২০ উপলক্ষে প্রকাশিত ডা. সাইফুল ইসলাম জয় রচিত লোকসংগীতের বই ‘জয় গীতিকা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর দরবার শরীফ প্রাঙ্গণে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য লোকসংগীত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশিষ্ট নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস ও হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান। এসময় গ্রন্থটির প্রকাশক ছড়াকার রহমান জীবনের পরিচালনায় ওই অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জয় গীতিকার লেখক ডা. সাইফুল ইসলাম জয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে লোকশিল্পী গোলাম মোস্তফা, মুখলেছ ফকির, ওয়ালী উল্লাহ বয়াতি, আনিসুর রহমান সাগর, রুবী সরকার ও পবিত্র চন্দ্র সরকার পলাশসহ স্থানীয় লোকসংস্কৃতি কর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. সাইফুল ইসলাম জয় ১৯৮২ সালের ৪ জানুয়ারি কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও দীর্ঘদিন ধরে সংগীত রচনা করে আসছেন। জয় গীতিকা তাঁর প্রথম গ্রন্থ। একুশে বইমেলায় ৮৮ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে চর্চাপত্র প্রকাশ।

বিজ্ঞাপন