টাঙ্গাইলে শিক্ষকের কারাদণ্ড, তিন শিক্ষার্থীর বহিষ্কার
টাঙ্গাইলে চলতি এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে এক শিক্ষককে ১৫দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরীক্ষায় নকল করায় তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) কালিহাতী উপজেলায় এসএসসির ভোকেশনাল গণিত পরীক্ষার সময় একটি কেন্দ্রের শিক্ষক আব্দুল হামিদকে কারাদণ্ড ও বিভিন্ন কেন্দ্র থেকে তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে তালেমন হযরত আলী মৎস্য ও প্রযুক্তি ইনস্টিটিউট কেন্দ্রে দায়িত্বে থাকা আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেইসাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য এলেঙ্গা বিএম কলেজ কেন্দ্রের ১ জন ও কালিহাতী সদরের কুষ্টিয়া টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রের ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।