সাভারে ৪ মাংস ব্যবসায়ীকে জরিমানা
সাভারে অভিযান চালিয়ে ৪ গোস্ত বিতানের মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ।
এর আগে এদিন দুপুরে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে সাভার বাস স্ট্যান্ডের কাঁচা বাজার সংলগ্ন এলাকার মাংস বিতানে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, পশু জবাই ও মাংস সংরক্ষণ আইন ২০১১ না মেনে মাংস বিক্রি করার অভিযোগে সাভার স্ট্যান্ডর সব মাংস বিতানে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইন না মেনে মাংস বিক্রি করায় আব্দুল কাদের গোস্ত বিতানকে ২৫ হাজার, লালমিয়া গোস্ত বিতানকে ২০ হাজার, মিঠু গোস্ত বিতানকে ১৫ হাজার ও কাশেম গোস্ত বিতানকে ২৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলামসহ আরো অনেকে।