মৌলভীবাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

বিজ্ঞাপন

তিনি জানান, ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় নির্ধারিত ওষুধসমূহ রাখার বাধ্যবাধকতা থাকলেও বাইরে রেখে ওষুধ বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রিসহ বিভিন্ন অপরাধে ছোয়াব আলী বাজারে অবস্থিত মেসার্স দি দাস ফার্মেসিকে ২ হাজার টাকা, বাঁধবাজারে অবস্থিত শহিদ মিয়া স্টোরকে ১ হাজার ৫শ’ টাকা, সিলেট রোডে অবস্থিত রুমা ডিপার্টমেন্ট স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।