জনগণের হতে কাজ করছে পুলিশ: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলছেন, আমরা যাতে জনগণের পুলিশ হতে পারি, জনতার পুলিশ হতে পারি এবং জনবান্ধব পুলিশ হতে পারি, এ জন্য মুজিববর্ষে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, এ বছর মুজিববর্ষকে সামনে রেখে জনগণের সঙ্গে আরও মিথস্ক্রিয়ার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ভীতি দূর করতে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেও কাজ করছে পুলিশ। মাদক একটি সামাজিক ব্যাধি। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
পুলিশ লাইনসের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার প্রমুখ।