নাটোরে কবিরাজি ওষুধ খেয়ে রোগীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নাটোরের বড়াইগ্রামে করিবাজি ওষুধ খেয়ে রহমত আলী (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। রহমাত আলী উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মোবারক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রহমত আলী হাটুর ব্যাথার চিকিৎসার জন্য বাগডোব গ্রামের কবিরাজ নরেশ চন্দ্রর নিকট থেকে পুড়িয়া আনেন। সেই পুড়িয়া রোববার বিকেলে খেলে তার পেটের সমস্যা দেখা দেয়। রাতে অবস্থার অবনতি হলে রহমান আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেয়া হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনায় কবিরাজ নরেশ চন্দ্রর সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইলে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাস বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।