বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ/বার্তা২৪.কম

বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ/বার্তা২৪.কম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিহত বাংলাদেশি কৃষক ছলেমান এর মরদেহ চারদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তে ৮৪/২-এস সীমান্ত পিলার সংলগ্ন নো ম্যানস ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার কাছার আলী এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং।

এ সময় দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান ও ভারতের জলঙ্গী থানার এএসআই আমজাদ আলী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আনুষ্ঠানিকতা শেষে ছলেমানের মরদেহ দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্তের ১৫৭/২-এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের ভূ-খণ্ডে নিজ জমিতে কাজ করছিলেন ছলেমান।

এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে কৃষক ছলেমান গুলিবিদ্ধ হলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে ছলেমান মারা যান। নিহত ছলেমান দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর এলাকার শাহাদতের ছেলে।