বরশি দিয়ে সখের মাছ ধরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

বরশি দিয়ে সখের মাছ ধরা

বরশি দিয়ে সখের মাছ ধরা

প্রবাদ আছে “আমরা মাছে ভাতে বাঙালি” তাই প্রাচীনকাল থেকেই বাঙালিরা কেউ সখের বসে আবার কেউবা বাণিজ্যিভাবে পেশাগত কারণেও মাছ ধরাতে আনন্দ পায়। এই মাছ ধরতে খাল, বিল, নদ-নদী, মুক্ত জলাশয় এমনটি সাগরেও চলে যায় অনেকেই।

তবে সখের বসে মাছ ধরাতেই আনন্দ পায় অনেকে। তাই প্রচুর অর্থ খরচ করতেও কার্পণ্য করেনা।

বিজ্ঞাপন

তেমনি একটি সখের মাছ ধরার আয়োজন করে নরসিংদীর পলাশে রিপন নামে এক যুবক। পলাশ উপজেলার তারগাঁও গ্রামের রিপন মিয়া তাঁর এক বিঘার একটি পুকুরে দীর্ঘ এক বছর ধরে মাছ চাষ করে আসছেন। এই পুকুরে, রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এলাকার সখের মাছ শিকারীরা তাদের সখ মেটাতে এক হাজার টাকার বিনিময়ে মাছ ধরার আয়োজন করে রিপন মিয়া।

সেই সুবাধে পলাশসহ আশপাশের প্রায় দু-শতাধিক মাছ শিকারি জড়ো হয় রিপন মিয়ার পুকুরে। পুকুরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নিজেদের কৌশলমতো খাবার ব্যবহার করে বরশি দিয়ে মাছ ধরছেন তারা। এভাবে হাজার টাকা টিকেট দিয়েও বরশি দিয়ে মাছ শিকার করতে পেরে খুশি তারা। আর এই মাছ ধরা দেখতে ছুটে আসে হাজারো দর্শক।

বিজ্ঞাপন

গত সোমবার থেকে শুরু হয়েছে এই সখের মাছ ধরা। চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত।