ভেজা ধান সরাসরি গুদামে সরবরাহ করতে পারবেন কৃষকরা
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘কৃষকদের যেন হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রেখে ধান সংগ্রহ করতে হবে। খাদ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি কিংবা অনিয়ম বরদাস্ত করা হবে না।’
২০২০ সালে আমন ধান সংগ্রহ উপলক্ষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘কৃষকের সুবিধার কথা বিবেচনা করে সারা দেশে ২০০টি পেডি সাইলো নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে কৃষকরা ভেজা ধান সরাসরি গুদামে সরবরাহ করতে পারবে।’
পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার প্রমুখ।
উল্লেখ্য, এবার পটুয়াখালী জেলায় প্রথমবারের মতো ১৬৭৮০ মেট্রিক টন আমন ধান ২৬ টাকা কেজি দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যে ৪৬৭৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।