‘বঙ্গবন্ধুর বাংলায় মাদকসেবী-ব্যবসায়ীদের স্থান নেই’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ

বগুড়ায় র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। পোকামাকড়ের মত তাদেরকে খুঁজে বের করে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে । এজন্য আগামীর বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বগুড়ায় র‍্যাব-১২ আয়োজিত মাদকবিরোধী সাইকেল র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের ৮০ লাখ মানুষ মাদকসেবী । বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়নের বড় বাধা হচ্ছে মাদক। তিনি বলেন, দেশে প্রতিদিন আড়াইশ কোটি টাকা মাদকসেবনে অপচয় হয়।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) আয়োজিত মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আকতার, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহামেদ, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে.কর্নেল খায়রুল ইসলাম।

বিজ্ঞাপন

সাইকেল র‌্যালিতে বগুড়া শহরের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮’শ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। র‌্যালিটি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে শুরু হয়ে শিববাটি, কালিতলা,দত্তবাড়ি, বড়গোলা,থানার মোড়, সাতমাথা হয়ে সেন্ট্রাল স্কুল মাঠে শেষ হয়।