সেন্টমার্টিনে ট্রলারডুবি

৪ দালাল আটক, নিখোঁজদের উদ্ধারে ২ জাহাজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

একটি শিশুকে উদ্ধার করে তীরে তুলছে পুলিশ, ছবি: বার্তা২৪.কম

একটি শিশুকে উদ্ধার করে তীরে তুলছে পুলিশ, ছবি: বার্তা২৪.কম

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে বঙ্গপোসাগরে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭২ জনকে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পুলিশ, ছবি: বার্তা২৪.কম

তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ডের দু’টি জাহাজ। উদ্ধারকৃতদের মধ্য থেকে চার দালালকে চিহ্নিত করে আটক করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য জানিয়েছেন কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাইম উল হক।

তিনি জানান, চিহ্নিত চার দালালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে টেকনাফে পাঠানো হয়েছে। যারা এখনো নিখোঁজ রয়েছেন, মনছুর আলী ও শ্যামল বাংলা নামে দু’টি জাহাজ নিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড। কিছুক্ষণ পর পর হেলকিপ্টারও রাউন্ড দিচ্ছে।

বিজ্ঞাপন
উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পুলিশ, ছবি: বার্তা২৪.কম

প্রসঙ্গত, সোমবার রাতে ১২০ জন রোহিঙ্গা নিয়ে টেকনাফের নোয়াখালীপাড়া সাগর তীর দিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয় একটি ফিশিং ট্রলার। এরপর মঙ্গলবার ভোরে সেন্টমার্টিন উপকূলে গিয়ে ট্রলারটি ডুবে যায়।