অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সাজাপ্রাপ্ত আসামি রাজিব হাসান

সাজাপ্রাপ্ত আসামি রাজিব হাসান

অবৈধ অস্ত্র মামলায় নারায়ণগঞ্জে রাজিব হাসান নামে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাজিব হাসান সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি পশ্চিম আইলপাড়া এলাকার মৃত জামান মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনাকালে ১২ ডিসেম্বর খানপুর বরফকল চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কের সামনে থেকে রাজিবকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময়ে তার কাছে একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রায়ের সত্যতা নিশ্চিত করে এপিপি অ্যাডভোকেট জাসমীন আহমেদ জানান, অবৈধ অস্ত্র বহন ও তার ব্যবহার প্রমানিত হওয়ায় আদালত এই রায় দিয়েছে। আসামি তার দণ্ড পূর্ব থেকেই আঁচ করতে পেরে জামিনে বেরিয়ে পলাতক রয়েছে।

বিজ্ঞাপন