টেকনাফে ইয়াবাসহ নারী আটক

  • উপজেলা করেসপন্ডেট, বার্তা২৪.কম, টেকনাফ (কক্সবাজার)
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াবাসহ নারী আটক, ছবি: বার্তা২৪.কম

ইয়াবাসহ নারী আটক, ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফে আট হাজার পিস ইয়াবাসহ কোহিনুর আক্তার (২১) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হ্নীলা মোচনী এলাকার নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক নারী হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার সাজেদুল আলমের স্ত্রী।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লে: মির্জা শাহেদ মাহতাব (এক্স বিএন) পিপিএম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ওই সময় র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উপজেলার হ্নীলার মোচনী এলাকার সাজেদুল আলমের বাড়িতে ইয়াবা মজুদের গোপন সংবাদে অভিযানে যায়। এসময় বাড়ী তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়। পরে ইয়াবাসহ আটক নারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।