সিরাজগঞ্জে সাত দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে বই মেলাটির উদ্বোধন করা হয় /ছবি: বার্তা২৪.কম

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে বই মেলাটির উদ্বোধন করা হয় /ছবি: বার্তা২৪.কম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী একুশে বইমেলা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে মেলাটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের সহযোগিতায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মেলাটির আয়োজন করে। মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে।

উদ্বোধন শেষে কলেজের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর টি. এম সোহেল, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আব্দুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন