দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় চার শতাধিক যান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

পারের অপেক্ষায় চার শতাধিক যান/ ছবি: বার্তা২৪.কম

পারের অপেক্ষায় চার শতাধিক যান/ ছবি: বার্তা২৪.কম

ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে। নদী পারের জন্য এখন অপেক্ষা করছে প্রায় চার শতাধিক যানবাহন।

দীর্ঘ সময় নদী পারের জন্য অপেক্ষায় থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। বিশেষ করে নারী, বৃদ্ধ ও শিশুরা বেশি সমস্যায় ভুগছেন। তবে ছোট গাড়ীর তেমন কোন চাপ নেই।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঘাট এলাকায় সরজমিনে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ছাড়িয়ে ঢাকা-খুলনা মহাসড়কে নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় তিন শতাধিক যানবাহন। এরমধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশি।

পারের অপেক্ষায় চার শতাধিক যান/ ছবি: বার্তা২৪.কম

অপরদিকে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ীর দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বার্তা২৪.কম-কে বলেন, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফেরি বন্ধ থাকায় ঘাটে বাড়তি কিছুটা গাড়ীর চাপ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হলে অল্প সময়ের মধ্যেই ঘাট স্বাভাবিক হয়ে যাবে।

বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে বলে এই কর্মকর্তা জানান।