জালিয়াতির অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

চাকরিচ্যুত সেনা সদস্য

চাকরিচ্যুত সেনা সদস্য

সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই’র কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে জালিয়াতি ও প্রতারণা করার অভিযোগে শাহিনুল ইসলাম মুরাদ (৪৮) নামের চাকরিচ্যুত এক সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মুরাদ বগুড়ার সারিয়াকান্দি থানার ধাপ গ্রামের ছাইদুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশের ওসি আসলাম আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা২৪.কমকে এতথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুরাদ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ার পর নিজেকে সেনাবাহিনীর মেজর এবং ডিজিএফআই’র কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মন্ত্রী এমপিদের ডিও লেটার জালিয়াতির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বদলিসহ বিভিন্ন তদবিরের কথা বলে প্রতারণা করে আসছিলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি গ্রেফতারকৃত মুরাদ গাবতলী থানার সুখানপুকুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে নুরে আলম মিল্লাতকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপ-পরিদর্শক পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকার চুক্তি করে। গত ১২ জানুয়ারি তার কাছ থেকে তিন লাখ টাকা গ্রহণ করে।

এরপর চাকরি না হলে টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করে। এ ঘটনায় তিনি মামলা করলে ডিবি পুলিশ মুরাদকে গ্রেফতার করে।