নাটোরে ২ বেকারিতে অভিযান, লাখ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নাটোরের বড়াইগ্রামে দুই বেকারিতে অভিযান চালিয়েছে র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল। অভিযানে বিপুল পরিমাণ নিম্নমানের অস্বাস্থ্যকর মালামাল ধ্বংস করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই অভিযান চলে।

বিজ্ঞাপন

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও আনোয়ার পারভেজের নেতৃত্বে উপজেলার জোনাইল ইউনিয়নের জোনাইল বাজারে শিমুল ও সাগর বেকারিতে অভিযান চালায় র‌্যাব। বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নিম্ন আটা, শরীরের জন্য ক্ষতির রং এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়। পরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিমুল বেকারির মালিক শিমুল হোসেনকে ৫০ হাজার এবং সাগর বেকারির মালিক আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে এনে নতুনভাবে উৎপাদনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।