একুশে ফেব্রুয়ারির সম্মানে বাইসাইকেলে ভারত থেকে বাংলাদেশে
বাইসাইকেলে করে ভারত থেকে বাংলাদেশে এসেছ ৭ সদস্যের একটি দল। এ দলে রয়েছে একজন নারী সদস্যও। ‘আমাদের ভাষা এক, আমরা এক সূত্রে বাঁধা’ এই স্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেই তাদের এই আগমন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ দলটি বাইসাইকেল যোগে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর থেকে এক নারীসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল বাইসাইকেলযোগে দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সিঙ্গুরা মহামায়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শৈবাল ব্যানাজির্র নেতৃত্বে কুষ্টিয়া এসে পৌঁছায়। এরপর তারা কুষ্টিয়ার লালন শাহর মাজার পরিদর্শন করেন।
ভারত থেকে আগত এ সাইকেল র্যালির দল প্রধান শৈবাল ব্যানার্জি বার্তা২৪.কম-কে বলেন, ‘দুই বাংলা সীমান্তের বেড়াজাল বিভক্ত থাকলেও মাতৃভাষার দিক দিয়ে আমরা এক। রক্ত দিয়ে অর্জিত ভাষাকে ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য আমরা এ দেশে এসেছি। আমরা বাইসাইকেলে আসা সাত জন একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে একসঙ্গে মাতৃভাষা দিবস পালন করব। পরে ২২ ফেব্রুয়ারি ঢাকা থেকে রওয়ানা দিয়ে যশোর বেনাপোল সীমান্ত হয়ে ভারতে ফিরব।’
আলমগীর মল্লিক নামের এক সদস্য বার্তা২৪.কম-কে বলেন, ‘আমরা এক ভাষায় কথা বলি। আমাদের সংস্কৃতি এক। আমরা সবটাই এক। শুধু আমাদের পার্থক্য করে দিয়েছে বাংলাদেশ আর ভারতের মধ্যে কাঁটাতারের বেড়া। আমরা এই কাঁটাতারের বেড়াকে ছিন্ন করে দিয়ে বাংলার মানুষের সঙ্গে মেলবন্ধন বাড়াতে চাই।’
বাইসাইকেলে আসা একমাত্র নারী সদস্য অর্পিত দাস বলেন, ‘বাংলাদেশ আমার প্রাণ। আমি এখানে সাইকেল চড়ে আসতে পেরেছি বলে নিজের কাছে খুব ভালো লাগছে। দুই বাংলার মধ্যে মেলবন্ধন ঘটাতেই আমাদের এ দেশে ছুটে আসা।’