টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নারী নিহত

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ(কক্সবাজার)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নুর নাহার (৪০) নামের এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোহাম্মদ মনির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো: আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়ায় এক নারী নিহত হয়েছে। এ বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।