প্লাস্টিকের বস্তায় চাল সরবরাহ করায় অর্থদণ্ড

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে প্লাস্টিক বস্তায় চাল সরবরাহ করায় স্থানীয় দুটি রাইস মিলে অভিযান চালিয়ে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মিল দুটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর।

বিজ্ঞাপন

জানা গেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলার হাসিম অটো রাইস মিল ও বসাক অটো রাইস মিল চাল উৎপাদন করে প্লাস্টিকের বস্তায় প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করতো।

মঙ্গলবার দুপুরে ওই দুটি মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা জব্দ করে। এ সময় হাসিম অটো রাইস মিলকে ২০ হাজার ও বসাক অটো রাইস মিলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর বলেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ মোতাবেক দুটি মিলকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দকৃত প্লাস্টিকের বস্তা পুড়িয়ে দেওয়া হয়।