সিরিজ বোমা হামলা: ঝালকাঠিতে ২ জনের যাবজ্জীবন
দেশব্যাপী ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় ঝালকাঠিতে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক এসকেএম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি শহরের বিকনা এলাকার ইউনুচ মল্লিকের ছেলে জিয়াউর রহমান ও রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মৃত মোশারফ হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের অন্যান্য স্থানের মতো ঝালকাঠি শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার সময় আহত অবস্থায় ফরিদ হাওলাদারকে গ্রেফতার করা হয়। এছাড়া বরিশাল কোতোয়ালি থানায় বোমা বিস্ফোরণের একটি মামলার আসামি আবু সোলায়মান সুজনের জবানবন্দিতে জিয়াউর রহমানের নাম প্রকাশ পায়। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।