পটুয়াখালীতে জাতীয় পার্টি থেকে ৫৮ নেতাকর্মীর পদত্যাগ
পটুয়াখালী পৌর জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ৫৮ জন নেতাকর্মী পৌর ও জেলা জাতীয় পার্টির সকল পর্যায় থেকে পদত্যাগ করেছেন। পৌর জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ৫৮ জন নেতাকর্মী ১৯ ফেব্রুয়ারি পারিবারিক এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করেন।
স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণকারী নেতারা হচ্ছেন, পৌর জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মৃধা, সিনিয়র সহ-সভাপতি এস এম মোরশেদ আলম, সহ-সভাপতি আব্দুল হক গাজী ,মোঃ হাবিবুর রহমান, মোঃ আবদুর রব মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সালাম খান, তাপস কুমার গুহ রানা, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির পটুয়াখালী যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইমরান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন ফকির , মোঃ রিয়াজ হোসেন, অর্থ সম্পাদক মোঃ সেলিম শরীফ, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ সোহাগ ফকির, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, যুগ্ম প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান মৃধা, যুগ্ন সম্পাদক মোঃ কালু বয়াতী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মানিক মৃধা।
যুগ্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মহিলা সম্পাদিকা মোসাঃআঞ্জুমান, যুগ্ম সম্পাদক মোসাঃ নুরজাহান, সদস্য মোঃসারওয়ার মৃধা, শহীদ গাজী, স্বপন সরদার, সেলিম গাজী, মোঃ দুলাল ফকির, মোঃ রিপন হাওলাদার, মোঃ কাদের মৃধা, মোঃ জামাল ফকির, মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, মোঃ ইমরান সিকদার , মোসাঃ লাইলী বেগম, রাজিব ঘোষ, মোসাঃ নুরুন্নাহার বেগম, মোসাঃ ফাতিমা বেগম, মোসাঃনাসরিন আক্তার, মোঃ হানিফ ভূঁইয়া, সঞ্জয় ঘোষ, মোঃ মেহেদী হাসান, মোঃ সেলিম, মোঃ রেজাউল করিম, মোঃশাহাদত হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আনোয়ার, মোঃ রশিদ মিরা, মোঃ তৌফিক গাজী, মোঃ জাকারিয়া ইসলাম, মোঃ জুয়েল ইসলাম, মোঃ শাহিন হাওলাদার, মোঃ রব সিকদার, মোঃ আল আমিন মৃধা, মোঃ মিজানুর রহমান , মোঃ শহীদ হাওলাদার, মোঃ সেলিম প্যাদা, মোঃ আজিজুর রহমান, মোঃ সোহেল ফকির, মোঃ আশিকুর রহমান, মোঃ মিন্টু ফকির, মোঃ হাফিজুর রহমান, মোঃ কালাম শিকদার প্রমুখ।
পৌর জাতীয় পার্টির সভাপতি জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মৃধা বলেন, আমরা ৫৮ জন নেতাকর্মী ব্যক্তিগত কারণে জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করলাম এবং জেলা জাতীয় পার্টির বরাবরে আমাদের কমিটির সকল সদস্য তাদের পদত্যাগ পত্র জমা দেন।