বালি-রং দিয়ে সার-কীটনাশক তৈরি, কারখানা সিলগালা
কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত নকল সার ও কীটনাশক কারখানায় অভিযান চালিয়েছেন। এ সময় বিপুল পরিমাণ নকল সার, কীটনাশক, খালি প্যাকেট এবং মেশিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত নকল সার, কীটনাশক ও খালি প্যাকেট আগুনে ধ্বংস এবং কারখানাটি সিলগালা করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ধুবাইল ইউনিয়নের লক্ষ্ণীধরদিয়া রবেলা মোড়ে এ নকল সার ও কীটনাশক কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান।
অভিযানকালে নকল কারখানার মালিক মো. আবুল কালাম আজাদকে আটক করা হয়। তিনি ভেড়ামারা উপজেলার কাঠেরপুল এলাকার বাসিন্দা।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময়ে উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ জানান, বালি, রং ও নাম মাত্র বিষাক্ত পদার্থ দিয়ে এ সকল কীটনাশক ও সার তৈরি করা হচ্ছিল। এ সকল কীটনাশক ও সার ক্রয় করে কৃষকরা প্রতারিত এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।