‘প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখার সুযোগ নেই’
প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আজমপুরে জনসেবা প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, ওরাও আমাদের সন্তান। তাদেরকে সুন্দর পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে হবে।
সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার তাদেরও রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে তাহলে তারাও জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। তাদেরকে অবহেলার চোখে দেখা যাবে না। কারণ তারাও আমার আপনার আত্মীয়-স্বজন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, সদরপুর ইউনিয়ন পরিষদের রবিউল ইসলাম রবি, জনসেবা প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।