জমি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
জোর করে জমি লিখে নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাবেদা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে বলে ছেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। নিরুপায় হয়ে ওই বৃদ্ধা গত ৫ দিন ধরে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
মা জাবেদা বেওয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের মৃত বাহানত উল্লাহর স্ত্রী।
জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে দুই ছেলেকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন মা জাবেদা বেওয়া। বর্তমানে তার ছোট ছেলে জেলার বাইরে থাকেন। গত রোববার রাতে বড় ছেলে দুলাল হাসানের স্ত্রীর সঙ্গে জাবেদা বেওয়ার কথা কাটাকাটি হয়। পরে দুলাল হাসান মা জাবেদা বেওয়ার ঘরের ভেতরে ঢুকে জমি নিজের নামে লিখে আসবাবপত্র বাইরে ফেলে দেয়। একপর্যায়ে ঘর থেকে মাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেই থেকে ওই বৃদ্ধা বাড়ির বাইরে রাত্রিযাপন করছেন।
বৃদ্ধা জাবেদা বেওয়া (৬৫) বলেন, ‘প্রায় সময় আমার সঙ্গে খারাপ আচরণ করে দুলাল ও তার স্ত্রী। সেদিন রাতে জমি লিখে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তারা। এখন আমি কোথায় থাকব?’
ছেলে দুলাল হাসান বলেন, ‘আমার মায়ের মুখের ভাষা খুবই খারাপ। তাই আমি মায়ের জিনিসপত্র বাইরে রেখে দিয়েছি। কিন্তু বাড়ি থেকে বের করে দেইনি।’
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল বলেন, ‘আমি ঘটনা শুনে সেখানে গিয়েছিলাম। ছেলে হয়ে নিজের মাকে মারধর করা, বাড়ি থেকে বের করে দেয়া ঠিক হয়নি। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’