পটুয়াখালীতে ৬৫ ঘণ্টা পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া চারিপাড়ার পূর্বদিকে রামনাবাদ চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে মাসুম সরদারের (২৮) মরদেহ ৬৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে মরদেহটি রামনাবাদ চ্যানেলের চারিপাড়া সংলগ্ন নদী থেকে জেলেরা ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে কুয়াশায় আটক ট্রলারটি আট জেলেসহ ডুবে যায়। সাত জেলে সাতরে কিনারে উঠলেও নিখোঁজ থাকে মাসুম সরদার।

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, নিহত জেলের বাড়ি লালুয়ার গালবুনিয়া গ্রামে। তার বাবার নাম আফেজ সরদার। নিখোঁজ মাসুম আনিচ মাঝির ট্রলারে মাছ ধরতো। ট্রলারটি বুধবার উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন