সবার নজর কেড়েছে সৈয়দপুর পৌরসভার ছাদ বাগান

  • মাহমুদ আল হাসান রাফিন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

সবার নজর কেড়েছে সৈয়দপুর পৌরসভার ছাদ বাগান

সবার নজর কেড়েছে সৈয়দপুর পৌরসভার ছাদ বাগান

'বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে'-জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই নীলফামারী'র সৈয়দপুর পৌরসভার পুরাতন ভবনের ছাদ ছেয়ে গেছে লাল, সাদা ও হলদেসহ বাহারি রঙের ফুলে। ছাদ বাগানটি মন ভুলিয়ে দিচ্ছে দর্শনার্থীদের, নজর কেড়েছে সবার।

সিলভিয়া, ডলি, ডালিয়া, কসমস, সন্ধ্যা মালতি, রজনীগন্ধা, চন্দ্র মল্লিকা, গেদা, নানাজাতের গোলাপ ফুলের টব থরে থরে সাজানো। কোনোটিতে ফুল ফুটেছে, কোনটিতে কলি এসেছে। ছাদের বাগানটি যেমন দৃষ্টিনন্দন তেমনি সুবাস ছড়াচ্ছে পৌরসভা এলাকার আশপাশের।

বিজ্ঞাপন
ছাদ বাগানটি মন ভুলিয়ে দিচ্ছে দর্শনার্থীদের, নজর কেড়েছে সবার

ফুলের প্রতি ভালোবাসা থেকে প্রথমে নিজ উদ্যোগে পৌরসভার পুরনো ভবনের ছাদে টব দিয়ে বাগান করেছেন পৌর কর্মচারী আসাদুল হক। পরে পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের সার্বিক সহযোগিতায় পরিত্যক্ত ছাদকে বাগানে পরিণত করেছে আসাদুল।

আসাদুল হক বলেন, 'ফুলের প্রতি ভালোবাসা থেকেই কাজের ফাঁকে ফাঁকে এ ছাদ বাগানটি করেছি। প্রতিনিয়তই অবসরে এর পরিচর্যা করে থাকি।'

বিজ্ঞাপন
ছাদে টব দিয়ে বাগান করেছেন পৌর কর্মচারী আসাদুল হক

সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র-১) জিয়াউল হক জানান, 'আসাদুলের ছাদ বাগানটি সবার কাছে ভালো লেগেছে। মেয়র মহোদয়ের সহোযোগিতায় পরিত্যক্ত ছাদকে সে বাগানে পরিণত করেছে।'

উল্লেখ্য, প্রায় ৩৪ দশমিক ৮২ বর্গকিলোমিটার এলাকা ও ১৫টি ওয়ার্ড নিয়ে পৌরসভাটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠা লাভ করে সৈয়দপুর পৌরসভা।