পদ্মায় ধরা পড়েছে ‘ম্যাগনেট’ মাছ
মাঝ পদ্মায় শরীয়তপুর জেলার শুরেশ্বর উপজেলার কালাই গ্রামের জহির মিয়ার জালে একটি ‘ম্যাগনেট’ মাছ ধরা পড়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে সাড়ে ৩ কেজি ওজনের ওই মাছটি তার জালে ধরা পড়ে।
জানা গেছে, প্রতিদিনের মতোই শুক্রবার মধ্যরাতে মাঝ পদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন জহির মিয়া। শনিবার ভোররাতে ওই ‘ম্যাগনেট’ মাছটি তার জালে ধরা পড়ে। পরে মাছটি বিক্রির উদ্দেশে মাওয়া ঘাটের শ্রী জীবন দাশের মৎস্য আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছটির দাম ৪ হাজার টাকা ওঠে।
কিন্তু বিরল প্রজাতির ‘ম্যাগনেট’ মাছ হওয়ায় সেটি লৌহজংয়ে পদ্মা সেতুর দোগাছি সার্ভিস এরিয়ার প্রাণী জাদুঘরে দিয়ে দেয়া হয়। এর বিনিময়ে কোনো টাকা নেননি জহির মিয়া।
স্থানীয়দের ধারণা, ‘ম্যাগনেট’ মাছটি সাগর থেকে ভাসতে ভাসতে পদ্মায় চলে এসেছে।