টঙ্গীর বস্তি ও ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, ছবি: বার্তা২৪.কম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের টঙ্গীতে বস্তি ও ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩৩ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১২ মিনিটে টঙ্গীর মেইল গেইট এলাকার নামাবাজার বস্তি ও ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন: টঙ্গীতে বস্তি ও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট