টাঙ্গাইলে ক্লাসের দাবিতে মহাসড়ক অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

টাঙ্গাই‌ল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অব‌রোধ

টাঙ্গাই‌ল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অব‌রোধ

টাঙ্গাই‌লে পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে শিক্ষার্থীরা টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অব‌রোধ ক‌রে‌ছে।

শ‌নিবার (২২ ফেব্রুয়া‌রি) দুপু‌রে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ ক‌রে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা সড়ক অবরোধ ক‌রে ‘দাবি মোদের একটাই, দ্বিতীয় শিফটের ক্লাস চাই’ ও ‘আমাদের দাবি না মানলে ইনস্টিটিউটের সকল কর্মসূচি স্থগিত থাকবে, আন্দোলন চালু থাকবে’ বলে স্লোগান দিতে থাকে। এসময় তিন শতাধিক শিক্ষার্থী বি‌ক্ষো‌ভে অংশ নেয়।

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে শিক্ষার্থীরা কলেজের সামনে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা আধা ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রেখেছিলো। পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ শুনে কলেজের অধ্যক্ষসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।