যশোরে ২ নকল ওষুধ ব্যবসায়ী আটক 

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, যশোর   
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত নকল ওষুধ ব্যবসায়ী

আটককৃত নকল ওষুধ ব্যবসায়ী

 

যশোরের চৌগাছায় নকল ঔষধ বিক্রয়ের দায়ে দুই ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে চৌগাছা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার সিংহযুলি চাঁদপাড়া এলাকার মৃত ফয়েস বিশ্বাসের ছেলে তুহিন বিশ্বাস (৩৫) এবং একই এলাকার ইয়াকুব আলির ছেলে বিল্লাল হোসেন (৩০)।

চৌগাছা থানার (ওসি) রিফাত খান রাজিব বার্তা২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চৌগাছা বাজারের খান ফার্মেসির মালিক তুহিন ও মা ফার্মেসির মালিক বিল্লাল দীর্ঘদিন ধরে নকল ওষুধ বিক্রয় ও বিভিন্ন দোকানে সরবারহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে দোকান দুটিতে অভিযান পরিচালনা করলে বিপুল পরিমান দেশীয় ও বিদেশী নকল ঔষুধ পাওয়া যায়। পরবর্তীতে এসব নকল ওষুধ জব্দ ও তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ আইন দায়ের করে আজ রবিবার যশোর আদালতে সোর্পদ করা হবে।