নওগাঁয় ট্রাকচাপায় নিহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় সিএনজি আরোহী তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট নামক এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ৩ জন হলেন, জয়নুল আবেদীন (৩৬) মান্দা উপজেলার ঘাটখৈর গ্রামের আইনাল হকের ছেলে ও রফিকুল ইসলাম (৩৫) একই উপজেলার চককামদেব গ্রামের রফিজ উদ্দিনের ছেলে এবং লালমনিরহাট জেলার সদর উপজেলা আফতাব উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।

আহত ২ জন হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ গ্রামের মৃত সমর উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস এবং সিরাজগঞ্জের সলোঙ্গা উপজেলার হামকুড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে হাসেম আলী (৩৮)।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বার্তা২৪.কমকে জানিয়েছেন, নিহত এবং আহত সকলেই একমি ল্যাবরেটরিজের মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নওগাঁয় একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য সিএনজি যোগে তারা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম এবং মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জয়নুল ও আশরাফুল মারা যান।

গুরুতর আহত কুদ্দুস এবং হাসেম আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।