নারায়ণগঞ্জে অনুমোদনহীন ৩ ভবন ভেঙে দিয়েছে রাজউক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় অনুমোদনহীন ৩টি ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজউক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুইটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াসমিন আক্তারের নেতৃত্বে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভূঁইগড় কাজীবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান জানান, রাজউকের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ভবন নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে নজরুল ইসলাম মালিকানাধীন ইবনে সিনা ফুড অ্যান্ড কেমিক্যাল কারখানাকে ১০ লাখ টাকা, হাজী আবদুল মান্নান মালিকানাধীন নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অলিউল্লাহ মালিকানাধীন নির্মাণাধীন ৭তলা ভবন ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত। ভবনটির মালিককে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করতে ১ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে।
রাজউকের এই কর্মকর্তা আরও জানান, অবৈধ ভবনের তালিকা অনুযায়ী তাদের উচ্ছেদ করতে প্রতি মাসেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। অনুমোদনহীন কোনো অবৈধ ভবন বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ছাড় দেয়া হবে না।
অভিযানে এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।