দাদি-বাবার পর চলে গেলেন ইমনও

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত আবুল বাসার ইমনের পরিবারের আর্তনাদ

নিহত আবুল বাসার ইমনের পরিবারের আর্তনাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকার একটি ৫ তলা ভবনের নিচতলার বাসায় গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ ৮ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল বাসার ইমন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আবুল বাসার ইমন একই অগ্নিকাণ্ডে নিহত কিরন মিয়ার বড় ছেলে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ঘটনার দিন আট জন অগ্নিদগ্ধের মধ্যে প্রথমে নূরজাহান বেগম ও একদিন পর তার ছেলে কিরন মিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ব্যাপারে নিহত কিরনের ভায়রা মোস্তফা খান ইমনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় থাকা ইমনের ছোট ভাই আপনের অবস্থাও আশঙ্কাজনক।

বিজ্ঞাপন