নাটোর-পাবনায় ট্রেনের ৪০৩০ লিটার চোরাই তেলসহ আটক ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

চোরাই তেলসহ আটক পাঁচজন, ছবি: বার্তা২৪.কম

চোরাই তেলসহ আটক পাঁচজন, ছবি: বার্তা২৪.কম

নাটোরের লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় ও পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলার ফাতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রেন থেকে চুরি করা চার হাজার ৩০ লিটার তেলসহ (ডিজেল) পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন- লালপুর উপজেলার ডহরশৈলা এলাকার আবেদ আলী মণ্ডল (৫৫), মুক্তার হোসেন, ফতেহ মোহাম্মদপুর এলাকার মিজানুর রহমান (৫৫), কামাল হোসেন (৩০) ও শাহাজাদা (৪৫)।

জব্দকৃত চোরাই তেল, ছবি: বার্তা২৪.কম

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি এসএম জামিল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টিটিয়া আবেদ মোড় ও ফাতেহ মোহাম্মদপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় ট্রেন থেকে চুরি করা চার হাজার ৩০ লিটার তেল, তিনটি মোবাইল ফোন ও ব্যাটারি চালিত একটি ইজিবাইকসহ পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই ডিজেল বিক্রির উদ্দেশে টিটিয়া আবেদ মোড় ও ফাতেহ মোহাম্মদপুর অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

জামিল আহম্মেদ আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর ও ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে।