গাজীপুরে অবৈধ ব্যাটারি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ দূষণের দায়ে অবৈধ একটি ব্যাটারি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে সেটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার বলখেলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।

বিজ্ঞাপন

তিনি বার্তা২৪.কমকে বলেন, বেনামি ওই কারখানায় পুরাতন ব্যাটারি গলিয়ে সিসা তৈরি করা হতো। যেটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দশ মাস ধরে কারখানাটি চলছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কারখানাটি বন্ধের নির্দেশ দিয়ে জরিমানার ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।

এদিকে, অভিযানের খবর পেয়ে কারখানার মালিক তানভীর পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন