কুষ্টিয়ায় জাতীয় নাট্যোৎসব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় জাতীয় নাট্যোৎসব /ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় জাতীয় নাট্যোৎসব /ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে দুই দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব’র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সুকীর্তি হচ্ছে বাংলাদেশের নাটক। স্বাধীনতা পরবর্তীকালে দর্শনের বিনিময়ে বাংলাদেশের নাট্যচর্চার যে নতুন দিগন্তের সূচনা হয় তারই ধারাবাহিকতায় নাট্যচর্চা আজ সুসংহত এবং বেগবান।

নাট্যোৎসবকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য (খুলনা) ও কুষ্টিয়ার সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বার্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কুষ্টিয়ার সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুষ্টিয়ার সভাপতি খোকন সিরাজুল ইসলাম প্রমুখ।

নাট্যোৎসবের উদ্বোধন শেষে নাটক পরিবেশিত হয়।