শার্শায় ৭ মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা, ছবি: সংগৃহীত

অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা, ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে সাত মাংস ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

শার্শার নাভারণ বাজারের মাংস ব্যবসায়ী মশিয়ার রহমান, লালন, মফিজুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম ও হযরত আলীকে পৃথকভাবে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম জানান, সম্প্রতি নাভারণ বাজারের মাংসের দোকানে বেশি দামে মাংস বিক্রির অভিযোগ পাওয়া যায়। তারই অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সবাইকে আগামী ১ সপ্তাহের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন করার আদেশ দেওয়াসহ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।